তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদহ জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বর্তমান | ১৯ জুলাই ২০২৫
সংবাদদাতা, মালদহ: পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদহ জেলা কমিটির ৩১ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের মালদহ জেলা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মালদহ শাখার সভাপতি উত্তীয় পাণ্ডে সহ অন্যরা। এদিন তাঁরা জেলার সমস্ত স্কুলের শিক্ষকদের নিয়ে একত্রে কাজ করার বার্তা দেন।
সংগঠনের মালদহ জেলা সভাপতি উত্তীয় পাণ্ডে বলেন, রাজ্য থেকে আমার নাম জানুয়ারি মাসে সভাপতি হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে সংগঠন রয়েছে। এদিন সেই সদস্যদের নিয়েই ৩১ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল।
শিক্ষক সংগঠন সূত্রে জানা গিয়েছে, ৩১ জনের মধ্যে কার্যকরী সভাপতি একজনকে করা হয়েছে। সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক তিন জন, পাঁচ জন সম্পাদক, সহকারী সম্পাদক সাত জন, কোষাধ্যক্ষ একজন এবং বাকিদের সদস্য হিসেবে রাখা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, রাজ্য থেকে ৩১ জনের নাম এসেছে। ওই নামগুলি এদিন ঘোষণা করা হয়। ওই শিক্ষক সংগঠনের জেলার সভাপতি কমিটির বাকি সদস্যদের এদিন ডেকেছিলেন। এদিন সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে একাধিক আলোচনা হয়েছে। একত্রে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।