সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটে কাফ সিরাপ পাচারের ঘটনায় গ্রেপ্তার হল বাবা ও ছেলে। গত ১০ ও ১১ জুলাই বালুরঘাট থানার পুলিস গাড়ি ধাওয়া করে প্রায় ৬ হাজার বোতল কাফ সিরাপ উদ্ধার করেছিল। দুই চালকও ধরা পড়েছিল।
পুলিস সূত্রে খবর, তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারের মূলচক্রী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম জসিমুদ্দিন সরকার ও নাসিম রেজভি। তাদের বাড়ি কুমারগঞ্জের ডাঙারহাটের কাটনায়। সেখানে জসিমুদ্দিনের ওষুধের দোকান রয়েছে। এলাকায় হাতুড়ে বলে পরিচিত সে। তার ছেলে নাসিম একটি ছোটগাড়িতে ডাক্টারের লোগো সাঁটিয়ে ঘুরে বেড়ায় বলে অভিযোগ। সেই গাড়িতেই চলত কাফ সিরাপ পাচার।
কাফ সিরাপ অল্প অল্প করে ডাক্টারের লোগো সাঁটানো সেই গাড়ি করে কুমারগঞ্জের ডাঙ্গারহাটে নিয়ে যাওয়া হতো। ওই দোকান থেকেও কাফ সিরাপ বিক্রি করত বাবা-ছেলে। সেখান থেকে বাংলাদেশেও পাচার করত। এবিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, কাফ সিরাপ পাচারের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাবা-ছেলের সঙ্গে জামাইও জড়িত বলে পুলিস সূত্রে খবর। তার খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছে।
জানা গিয়েছে, বাবা-ছেলে কলকাতা থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে ওই কাফ সিরাপ আনত। তারপর বালুরঘাট থেকে সেই সিরাপ অল্প অল্প করে ডাক্টারের লোগো সাঁটানো ছোটগাড়িতে করে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হতো। পাচারের সময় ওই গাড়িতে অবশ্য বাবা-ছেলে থাকত না। তারা সেই গাড়ির পিছনে অন্য গাড়িতে থাকত। যদিও শেষ পর্যন্ত পুলিসের জালে ধরা পড়ে তারা।