সংবাদদাতা, পুরাতন মালদহ: আগামী ৪ আগস্ট থেকে মালদহের ঐতিহ্যবাহী বুলবুলচণ্ডী শ্রীশ্রীরাধা মদন মোহন জিউর মন্দিরে ঝুলনযাত্রা উৎসব শুরু হবে। চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৫৪তম বর্ষে ওই উৎসবের দিনগুলিতে বাংলার জনপ্রিয় কীর্তন শিল্পী সুমন ভট্টাচার্য, চৈতালি চট্টরাজ সহ একঝাঁক প্রখ্যাত শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা গান এবং লীলাকীর্তন পরিবেশন করবেন। ঝুলন উৎসবে আসার জন্য এখন থেকে অসম, দিল্লি সহ বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এমনকী কলকাতা, শিলিগুড়ি, কোচবিহার, মাথাভাঙা সহ বিভিন্ন এলাকার মানুষ উৎসবে আসার জন্য বেশ উৎসাহী হয়ে রয়েছেন। মন্দির কমিটির তরফেও জোর প্রস্তুতি শুরু হয়েছে।
মন্দিরের সেবায়েত শ্রীমৎ গৌতম গোস্বামী বলেন,আমাদের ঝুলনযাত্রা মহামহোৎসবে প্রাণের ঠাকুর শ্রীরাধা মদন মোহনকে এক পলক দর্শন করার জন্য অসম সহ বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। অনুষ্ঠানকে ঘিরে সবার মধ্যেই ভাবাবেগ রয়েছে। জেলার ভক্তরাও অংশ নেন। কয়েকদিন অগণিত ভক্তদের জন্য এলাহি প্রসাদের ব্যবস্থা থাকে।
মন্দির সূত্রে জানা গিয়েছে,পাঁচ দশকের বেশি সময় আগে মন্দিরের প্রতিষ্ঠাতা নিত্যালীলায় প্রবিষ্ট শ্রীমৎ নিত্যানন্দ গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয় ঝুলন উৎসব। ২০০৬ সালের পর থেকে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে এই মহোৎসব হয়ে আসছে। এবার ৪ আগস্ট শুভ অধিবাস এবং ভজন কীর্তন। ৫-৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন মঙ্গলারতি, ভোরের কীর্তন, তুলসী পরিক্রমা, সন্ধ্যারতি, নন্দালয়ে দেব গোষ্ঠ, গোপী গোষ্ঠ, মা যশোদার বিশ্বরূপ দর্শন, গিরি গোবর্ধন ধারণ, কালীয়দমন, মধুবনে কৃষ্ণকালী, সখীমুখে কৃষ্ণনাম শ্রবণ এবং চিত্রপট মিলন, শ্রীকৃষ্ণ গোষ্ঠ লীলা, অন্নভিক্ষা, দানলীলা, উত্তরগোষ্ঠী, রসোদগার সহ একাধিক লীলা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৯ আগস্ট শনিবার শ্রীশ্রী রাধারানীর বাৎসরিক চরণ দর্শন, সুবল বেশে রাধারানীর শৃঙ্গার, প্রাণের ঠাকুর রাধামদন মোহনকে রাখি দান করা হবে। মন্দিরের অন্যতম সদস্য মদন ভৌমিক বলেন, কয়েক দিন প্রভুকে বিশেষ ভোগ দেওয়া হয়। সন্ধ্যারতিতে প্রচুর ভক্ত অংশ নেন।