সংবাদদাতা, তুফানগঞ্জ: গভীর রাতে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হল পরপর ছ’টি দোকান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজারে। আশেপাশের মানুষ প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তুফানগঞ্জ দমকলে কেন্দ্রে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় দু’টি ইঞ্জিন এবং তুফানগঞ্জ থানার পুলিস। সকলের চেষ্টায় ঘণ্টা দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পায় আশপাশের আরও বেশকিছু দোকান।
ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী স্বপন মোদক বলেন, স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি দাউদাউ করে দোকান জ্বলছে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে, জিনিসপত্র বের করার মতো সময় পাওয়া যায়নি। সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেল আমার। এত বড় ক্ষতি মেনে নিতে পারছি না।
মুদিখানার মালিক মেহেরুল হক বলেন, দোকানের আয় দিয়ে কোনওমতে সংসার চলে। পরিবার নিয়ে এখন কী করব বুঝে উঠতে পারছি না। প্রশাসনের তরফে কিছু আর্থিক সাহায্য পেলে কিছুটা হলেও ধাক্কা সামলানো যাবে। একই অবস্থা বাকি চার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরও।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক মণ্ডল। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওদের দুঃসময়ে আমরা পাশে রয়েছি। তুফানগঞ্জ-১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন বলেন, ব্যবসায়ীদের থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট সংগ্রহ করা হবে। প্রশাসনিক স্তরে ওঁদের সবরকমভাবে সাহায্য করব।
এ ব্যাপারে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম সাহা বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিজস্ব চিত্র।