অজয়-ভাগীরথীর জল বাড়ছে, কাটোয়া, নদীয়ায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন
বর্তমান | ১৯ জুলাই ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: অজয়-ভাগীরথীর জল বেড়েছে। কাটোয়ার পানুহাটের দরানি পাড়া ও নদীয়ার নয়াচর ভাগীরথীর জলে প্লাবিত৷ বৃহস্পতিবার রাত থেকেই গ্রামে জল ঢুকেছে৷ রাস্তার উপরে কোমর পর্যন্ত জল জমে গিয়েছে৷ যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে জল ঢুকেছে৷ বিপুল ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জল ও বৃষ্টিতে আচমকা ভাগীরথীর জলস্তর বেড়ে যায়। যদিও চূড়ান্ত বিপদসীমার নীচেই তা রয়েছে এখনও। কাটোয়া শহরের কাঠগোলা পাড়া, হরিসভা পাড়া, শ্মশানঘাট এলাকায় ভাগীরথীর জল বাড়ার সঙ্গে স্রোতও বেড়েছে। জল বেড়ে যাওয়ায় ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। পানুহাটের দরানিপাড়া পার হলেই নদীয়া জেলার নয়াচর গ্রাম। গ্রামের ভিতর জল ঢুকেছে৷ শুক্রবার ভয়ানখ পরিস্থিতি তৈরি হয়৷ বাসিন্দারা কাটোয়া শহরে ছেলেমেয়েদের স্কুলে নিয়ে আসতে গিয়ে কোমর সমান জল ঠেলতে হয়েছে অভিভাবকদের। স্থানীয় বাসিন্দা কান্তি সরকার, আলপনা সরকার, সুমন্ত বিশ্বাস বলেন, রাত হলেই বাড়ির ভিতরে জল ঢুকতে পারে৷ এখন গ্রামের ভিতর দিয়েও ভাগীরথীর স্রোত বইছে৷ এখন জমিতে পটল, পাট লাগানো রয়েছে৷ বিস্তীর্ণ এলাকার কৃষি জমিও জলের তলায় চলে গিয়েছে৷ কাটোয়ার শাঁখাই ফেরিঘাটে ভাসমান জেটির দু’ বার স্থান পরিবর্তন করা হয়েছে। ভাগীরথীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে দাঁইহাটের মাটিয়ারি ফেরিঘাট নিয়ন্ত্রণ করা হয়েছে। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।
শহরের ভাগীরথীর তীরবর্তী এলাকাগুলিতে হাঁটু পর্যন্ত জল জমেছে। খাল পাড়ার কাছে শাঁখাই ফেরিঘাট সংলগ্ন এলাকায় অজয় ও ভাগীরথীর মিলনস্থল জলমগ্ন হয়েছে। শাঁখাই ও বল্লভপাড়া ফেরিঘাট জলমগ্ন হয়ে গিয়েছে।-নিজস্ব চিত্র