সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের সমুদ্রগড়ে গড়ে উঠবে শিশু ও প্রজাপতি পার্ক। পার্ক গড়ার কাজ চলছে জোরকদমে। শুক্রবার তার প্রস্তুতি ঘুরে দেখলেন এলাকার মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা অপর্ণা মুন্সি প্রমুখ।
সমুদ্রগড়ে কয়েক বিঘে এলাকাজুড়ে গড়ে উঠবে শিশু ও প্রজাপতি পার্ক। শিশু পার্কে বসানো দোলনা, স্লিপ সহ বিনোদনের নানা সামগ্রী। সৌন্দর্যায়নের আরও কিছু কাজ বাকি রয়েছে। পাশেই গড়ে তোলা হচ্ছে প্রজাপতি পার্ক। এর জন্য চাই নানা প্রজাতির ফুলের গাছ। একশো প্রজাতির ফুলের গাছ লাগানোর লক্ষ্যে ইতিমধ্যে কনকচাপা, অশোক, গন্ধরাজ, করবী, কামিনী, গোলাপ, জুঁই, হিজল, জারুল, বৃন্দাবন পারিজাত প্রভৃতি গাছ লাগানো হয়েছে। আরও ফুলের গাছ লাগানো কাজ চলছে।স্বপনবাবু বলেন, শিশু পার্ক সংলগ্ন বাউন্ডারি দিয়ে ঘেরা মুক্তাঙ্গনে প্রজাপতি পার্ক গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। একশো প্রজাতির ফুলের গাছ থাকবে। আধিকাংশ গাছ লাগানো হয়ে গেছে। জীব বৈচিত্রে ভরপুর গ্রামীণ পরিবেশে জলাশয় সহ নানা ধরনের গাছগাছিলা ভরা শিশু পার্ক ও প্রজাপতি পার্ক সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।-নিজস্ব চিত্র