• শারীরিক সম্পর্কের ভিডিও তুলে মহিলাকে ব্ল্যাকমেল, ধৃত যুবক
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: এক গৃহবধূকে ব্ল্যাকমেল করার অভিযোগে খড়গ্রাম থানার পুলিস গ্রেপ্তার করল ভরতপুরের দাসপুর গ্রামের যুবককে। ধৃতের নাম অর্থ দাস। শুক্রবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার চারদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন।

    অভিযোগকারী মহিলা খড়গ্রাম থানার ঝিল্লি পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ফেসবুকের মাধ্যমে দুই সন্তানের মা ওই মহিলার সঙ্গে ধৃত যুবকের আলাপ হয়। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় প্রেমে। এরপর শারীরিক সম্পর্ক তৈরি করে তার ভিডিও রেকর্ডিং করে রাখে অভিযুক্ত যুবক। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযোগকারী মহিলাকে ব্ল্যাকমেল করা শুরু করে ধৃত যুবক। 

    ওই মহিলার সূত্রে জানা গিয়েছে, ফেসবুক ঘাঁটা তাঁর অভ্যাস। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে গত ডিসেম্বরের ১ তারিখে বন্ধুত্ব হয় ভরতপুরের ওই যুবকের সঙ্গে। এরপর শুরু হয় ‘চ্যাট’। ক্রমশ তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ধৃত যুবক তাঁর বাড়িও যায় বলে মহিলার দাবি। মহিলার বাড়ি গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে যুবক। শারীরিক সম্পর্কের আপত্তিকর ছবি ও ভিডিও যুবকটি তার মোবাইলে ধরে রেখেছিল। এরপর ওই যুবক মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। টাকাপয়সাও চেয়ে বসে। কিন্তু যুবকের দাবি মানতে চাননি মহিলা। কিছুদিন ধরে এমন অবস্থা চলার পর মহিলাকে মেরে ফেলার হুমকির দেওয়ার পাশাপাশি শারীরিক মিলনের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় যুবক। তাতে ভীত হয়ে মহিলা সমস্ত ঘটনা পরিবারকে জানান। পরিবারের পরামর্শে পুলিসের দ্বারস্থ হন তিনি। সম্প্রতি ওই মহিলা খড়গ্রাম থানায় ঘটনার বিবরণ জানিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিস তদন্ত শুরু করে। খড়গ্রাম থানার পুলিস যুবককে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করে। 
  • Link to this news (বর্তমান)