• বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে বিজেপি: রেজিনগরের বিধায়ক
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ঢালছে। এই বাংলায় হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট করতে চাইছে। শক্তিপুরে ২১জুলাইয়ের প্রস্তুতি সভায় মানুষকে সচেতন থাকার আহ্বান জানালেন তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। শুক্রবার বিকেলে শক্তিপুরে বেলডাঙা ব্লক-২(পশ্চিম) তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১জুলাইয়ের সমর্থনে একটি র‍্যালি করা হয়। তারপর একটি পথসভা হয়। সেখানে হাজির ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, স্থানীয় ব্লক সভাপতি গোলক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। আগামী একুশে জুলাই রেজিনগর থেকে রেকর্ড সংখ্যক লোক ধর্মতলায় হাজির হবেন বলে জানিয়েছেন বিধায়ক। অধিকাংশ তৃণমূল কর্মী-সমর্থক ট্রেন, বাস ও ছোট গাড়িতে আগের দিন থেকেই কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

    বিধায়ক এদিন আরও বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনও সম্প্রীতি নষ্ট হবে না। বিজেপি বরাবরই এই বাংলায় অরাজকতা তৈরি করতে চাইছে। ধর্ম দেখে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা তুলতে চাইছে। সেটা কিছুতেই আমরা হতে দেব না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষার পাশাপাশি উন্নয়নে বিশ্বাস করেন। আমার বিধানসভায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পে উপকৃত হচ্ছে। তারপরেও বিরোধীরা ইস্যু খুঁজে না পেয়ে বারবার সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)