• ২১ জুলাইয়ের প্রচারে বহরমপুরে যুব তৃণমূলের অভিনব সাইকেল র‌্যালি
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ২১ জুলাইয়ের প্রচারে পরিবেশের কথা ভেবে অভিনব সাইকেল র‍্যালির আয়োজন করল যুব তৃণমূল নেতৃত্ব। তবে শুক্রবার বহরমপুর শহরে অভিনব সাইকেল র‍্যালি দীর্ঘ পথ পরিক্রমা করে। র‍্যালি থেকে ২১ জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানালেন যুব নেতারা। ব্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি ভীষ্মদেব কর্মকার ও বহরমপুর শহর যুব সভাপতি পাপাই ঘোষ সহ অন্যান্যরা। বহরমপুরের পঞ্চাননতলার মোড় থেকে মোহনা বাসস্ট্যান্ড হয়ে লালদিঘির সামনে দিয়ে নিমতলা মোড় ঘুরে টেক্সটাইল কলেজ মোড় পর্যন্ত র‌্যালি হয়। ভীষ্মদেববাবু বলেন, বিভিন্ন জায়গায় পথসভা এবং পদযাত্রা হচ্ছে। তবে এদিনের সাইকেল র‌্যালি ছিল অভিনব। শহরের মানুষ কয়েক হাজার সাইকেল রাস্তায় নামতে দেখে অবাক হয়ে যান। আমরা মানুষকে বুঝিয়েছি ২১ জুলাই কেন ধর্মতলায় যাওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। এখন জেলার পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছেন। বাঙালি বলে আমাদের উপর হামলা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যের পুলিস ও প্রশাসন বাঙালি দেখলেই নির্যাতন করছে। এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। পাপাইবাবু বলেন, এদিন যুব তৃণমূলের বহু নতা-কর্মী সাইকেল নিয়ে শহর পরিক্রমা করেন। অধিকাংশ জায়গায় বাইক এবং গাড়ির র‍্যালি হয়। কিন্তু যুবরা পরিবেশের কথায় মাথায় রেখে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করার জন্য সাইকেলেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়ালাম। মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক কাজ গুলি তুলে ধরলাম। বহরমপুর শহরের মানুষ এই সরকারের কাছ থেকে যেভাবে পরিষেবা পাচ্ছে এবং আগামীতে পাবেন, তার রূপরেখাও জানানো হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)