• মুর্শিদাবাদের চার শ্রমিককে চেন্নাইয়ে শারীরিক নিগ্রহ
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: ভিনরাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্তা অব্যাহত। ওড়িশার পর এবার চেন্নাইয়ে শারীরিক নিগ্রহের শিকার হলেন মুর্শিদাবাদ থানার গুধিয়ার চার পরিযায়ী শ্রমিক। অভিযোগ, কয়েকজন  স্থানীয় বাসিন্দা তাঁদের মারধর করে এবং তিনজনের মোবাইল ছিনিয়ে নেয়। আতঙ্কিত ওই চার যুবক স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তড়িঘড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার সকালে তাঁরা গুধিয়ার বাড়িতে ফিরে এসেছেন। এদিন দুপুরে তাঁরা লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। 

    জানা গিয়েছে, মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়া পঞ্চায়েতের গুধিয়ার চার যুবক মিলন শেখ, সুজন শেখ, ইসমাইল শেখ ও সিরাজুল শেখ চেন্নাইয়ে একটি নির্মাণ সংস্থায় কাজ করতে যান। বুধবার সকালে কাজ করার সময় স্থানীয় কয়েকজন তাঁদের ব্যাপক মারধর করে। মারধরের ঘটনায় সুজন শেখের হাত ভেঙে যায়। মিলন শেখের মাথা ফাটার পাশাপাশি দু’টি চোখ ক্ষতিগ্রস্ত হয়। বাকি দুজনকেও মারধর করা হয়। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। সুজন শেখ বলেন, গত একমাস ধরে কাজ করছিলাম। বুধবার সকালে কাজ করার সময়ে স্থানীয় কয়েকজন এসে আমাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করেন। বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বলতেই তারা স্পষ্ট জানিয়ে দেয়, ওখানে কাজ করা যাবে না। তখনই চেন্নাই ছেড়ে চলে যেতে বলে। আমরা প্রতিবাদ করলে চারজনকে মারধর করতে শুরু করে। আমার ডান হাত ভেঙে যায়। মিলনও গুরুতরভাবে জখম হয়। এরপরেই মিলন বাদে বাকি তিনজনের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। মিলন শেখ বলেন, ওই ঘটনার পর চেন্নাইয়ে থাকার আর সাহস পাইনি। হাসপাতাল থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
  • Link to this news (বর্তমান)