• বাংলা বললেই অপরাধ! ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিপীড়ন অব্যাহত, বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে ধৃত মতুয়া পরিবারের দুই ভাই, উদ্বেগ
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়ে পুলিসের হাতে গ্রেপ্তার হয়েছেন রানাঘাটের বাসিন্দা দুই ভাই নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস। প্রায় সাতমাস ধরে জেলবন্দি ছেলেদের প্রতীক্ষায় দিন গুনছেন নিরুপায় হতদরিদ্র বাবা-মা। রানাঘাট থানার রায়নগর মাঠপাড়ার এক চিলতে টিনের বাড়িকে এখন গ্রাস করেছে দুশ্চিন্তা। বাঙালি এবং মতুয়া বলেই পরিকল্পিত রোষ। এমনই অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম।

    বাংলা বললেই জুটছে বাংলাদেশির তকমা। বিজেপি শাসিত রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে বিরাট পদযাত্রাও করেছেন তিনি। সেই সূত্র ধরেই সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তাতে তিনি জানিয়েছেন, রানাঘাটের এই দুই ভাই বাংলাভাষী হওয়ায় তাদের ছ’মাস ধরে জেলবন্দি রাখা হয়েছে। 

    জানা গিয়েছে, নদীয়ার রানাঘাটের রায়নগর এলাকার মাঠপাড়ায় থাকেন নিশিকান্ত বিশ্বাস ও পুষ্প বিশ্বাস। তাঁদের দুই সন্তান নয়ন ও মণিশঙ্কর। বছর কুড়ি-বাইশের দুই ভাই গতবছর নভেম্বর মাসে সেন্টারিংয়ের কাজে মহারাষ্ট্রে গিয়েছিলেন। আচমকাই ২৭ ডিসেম্বর তাঁদের গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিস। এক প্রতিবেশী মারফত পরিবারের লোকজন ছেলেদের গ্রেপ্তারির খবর জানতে পারেন। তারপর প্রায় সাত মাস ধরে কেবলই অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন নিশিকান্ত-পুষ্প। অভাবের সংসারে যেখানে দু’বেলা দু’মুঠো ভাত জোটে না, সেখানে সুদূর মহারাষ্ট্র থেকে ছেলেদের কীভাবে ছাড়িয়ে আনবেন? সেই চিন্তায় রাতে ঘুমাতে পারছেন না তাঁরা।

    সূত্রের খবর, বাংলাদেশি সন্দেহে ওই দু’ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অথবা পরিবারের কাছে বৈধ পরিচয়পত্র মেলেনি। যদিও পরিবার ও প্রতিবেশীদের দাবি, গ্রেপ্তারির পর একবার মণিশঙ্করকে নিয়ে মহারাষ্ট্র পুলিস আন্ধেরি থেকে রানাঘাটের বাড়িতে তদন্তে এসেছিল। বেশকিছু পরিচয়পত্র সংগ্রহ করে তারা ফিরে যায়। বাংলা ভাষার কারণেই বাংলাদেশি সন্দেহে রোষ নেমে এসেছে নয়ন এবং মণিশঙ্করের উপর। এলাকার দুই যুবকের বিরুদ্ধে এহেন পদক্ষেপের বিরুদ্ধে কার্যত ফুঁসছে গোটা মতুয়া গ্রাম। 

    প্রতিবেশী শ্রীবাস রায় বলেন, বিজেপি শাসিত রাজ্যে পরিকল্পিতভাবে আটকে রাখা হয়েছে। বাঙালি বলে অত্যাচারের শিকার হচ্ছে আমাদের দুই মতুয়া ভাই। আমরা চাই, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে ওঁদের ফিরিয়ে আনুন। রানাঘাট-২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা সুধা বৈদ্য বলেন, তদন্তে এসে মহারাষ্ট্র পুলিস আমাদের কাউকেই কথা বলতে দেয়নি। কয়েকটা ডকুমেন্ট নিয়ে তারা চলে যায়। বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে অত্যাচার হচ্ছে। আমাদের এই দুই মতুয়া ভাই তারই শিকার হয়েছে।  উদ্বিগ্ন পরিবার। 
  • Link to this news (বর্তমান)