• সাঁতুড়িতে লরি দুর্ঘটনায় খালাসির মৃত্যু, জখম ২
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার গভীর রাতে সাঁতুড়ি থানার সাধুশালতোড়া মোড়ে লরি দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সনোজ বাউরি(৩৭)। তিনি লরির খালাসি ছিলেন। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার শালতোড়া থানা বাঘাডাবর গ্রামে। ঘটনায় দুই শ্রমিক গুরুতর জখম হয়েছেন। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন বাঁকুড়া জেলার শালতোড়া থেকে সিমেন্ট বোঝাই একটি লরি রঘুনাথপুর আসে। সিমেন্ট খালি করার জন্য লরিতে ছ’জন শ্রমিক ছিলেন। রঘুনাথপুরে সিমেন্ট খালি করা হয়। তারপর লরির সামনে বসেই শ্রমিকরা ফিরছিলেন। রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে সাধুশালতোড়া মোড়ে একটি লরি দাঁড়িয়েছিল। সিমেন্ট খালি করে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে ধাক্কা মারে। তাতেই সিমেন্ট খালি করা লরিটির সামনের দিকের একাংশ দুমড়ে মুচড়ে যায়। খালাসি লরির মধ্যেই আটকে পড়েন। দুই শ্রমিক গুরুতর জখম হন। খবর পেয়ে সাঁতুড়ি থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে জখম শ্রমিকদের উদ্ধার করা হয়। পরে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত লরির ভিতরে আটকে থাকা খালাসিকে উদ্ধার করা সম্ভব হয়। সকলকে দ্রুত রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ওই খালাসিকে মৃত বলে ঘোষণা করেন। জখম দুই শ্রমিককে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। বাকি শ্রমিকদের কমবেশি চোট লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, একটি লরি শালতোড়ার দিকে মুখ করে রাস্তার বাঁপাশে দাড়িয়েছিল। তবে লরিটি ইন্ডিকেটর বা ব্যাকলাইট কিছুই জ্বালায়নি। পিছন থেকে আসা লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরির পিছনে ধাক্কা মারে। ঘটনায় লরিটির খালাসির দিকের সাইডটি পুরো দুমড়ে মুচড়ে যায়। খালাসি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু, এমনভাবে আটকে পড়েন যে তাঁকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়নি। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দু’টি লরিকে আটক করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)