ঢালাই অত্যন্ত নিম্ন মানের, রানাঘাটে রাস্তার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা
বর্তমান | ১৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাংসদ তহবিলের টাকায় রাস্তা ঢালাইয়ের কাজের মান অত্যন্ত নিম্নমানের। খারাপ সামগ্রী ব্যবহার করে কোনওমতে রাস্তা ঢালাই করে দায় সারতে চাইছে ঠিকাদার সংস্থা এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের। তাঁরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মেলের মাঠ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ শান্তিপুরের মেলের মাঠ এলাকার বিতর্কিত রাস্তাটি তৈরি হচ্ছে রানাঘাটের এমপি তহবিলের টাকায়। কিন্তু, প্রথম থেকেই নিম্নমানের কাজ হচ্ছিল বলে অভিযোগ। প্রয়োজনের চেয়ে কম পুরু সিমেন্টের স্তর দেওয়া হচ্ছিল। এছাড়াও নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট ব্যবহার হচ্ছে। বস্তাতেই ওই সিমেন্ট জমাট বেঁধে রয়েছে। ফলে ঢালাই জমাট বাঁধছে না। একদিন বাদেই রাস্তা থেকে সিমেন্ট উঠে আসছে। তাই বাধ্য হয়েই তাঁরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
এদিকে, স্থানীয় পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেণ মণ্ডল বলেন, এটা বিরোধীদের চক্রান্ত। মোটেও নিম্নমানের কাজ হচ্ছে না। পরিকল্পিতভাবে ওই এলাকার উন্নয়ন হতে দিচ্ছে না তারা। এলাকায় আজ অবধি উন্নয়ন হয়নি। আমি জেতার পর সমস্ত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি। পাল্টা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, আমি তো শুনলাম ওঁদের স্থানীয় পঞ্চায়েত সদস্য পর্যন্ত স্বীকার করেছেন। এটা মানুষের প্রতিবাদ। তাহলে তো সভাপতিমশাই নিজেই ঘুরিয়ে স্বীকার করে নিলেন যে মানুষ মানেই তৃণমূল। সবচেয়ে দুর্ভাগ্যের, পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতির এলাকাতেই নিম্নমানের রাস্তা হচ্ছে। মানুষ কেন এদের ভোট দেবেন?