নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: একটি নামী চিপস ও পানীয় প্রস্তুতকারক সংস্থার আড়াই কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠল। সংস্থার সঙ্গে যুক্ত এজেন্সির ১১ জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার এ ব্যাপারে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা ২০১০ সাল থেকে সংস্থার মার্কেটিং, ডিস্ট্রিবিউশন সেলের দায়িত্বে ছিলেন। ২০১৭ সাল থেকে অনিয়ম নজরে আসে। তারপর অডিটে ধরা পড়ে ২ কোটি ৬৮ লক্ষ টাকা তছরুপ হয়েছে। তারপরই সংস্থার পক্ষ থেকে পুলিসে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিস জানিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।