নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খিদিরপুর এলাকায় গঙ্গার ‘দই ঘাট’টির সংস্কার, সৌন্দর্যায়নের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দিল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ। শুক্রবার এব্যাপারে বেসরকারি সংস্থাটির সঙ্গে চুক্তি হয়েছে বন্দর কর্তৃপক্ষের। এর আগে উত্তর কলকাতায় গঙ্গায় কুমোরটুলি ও নিমতলা বিসর্জন ঘাট সংস্কারের জন্য দুটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে এসএমপি। কলকাতা ও হাওড়া শহরে মোট ৩৯টি গঙ্গার ঘাটের দেখভালের দায়িত্ব আছে বন্দরের। এই ঘাটগুলির মধ্যে বেশ কয়েকটির সংস্কারের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সংস্থাগুলি তাঁদের ‘সিএসআর’ তহবিল থেকে টাকা খরচ করে ঘাটগুলির উন্নতিসাধন করবে। ঐতিহ্যশালী গঙ্গার ঘাটগুলিকে এই তালিকায় রাখা হয়েছে। দই ঘাট গঙ্গার পুরনো ঘাট। এক সময় এখানে দুগ্ধজাত সামগ্রী নামানো হতো। সেখান থেকেই দই ঘাট নাম হয়েছে। আর এখান থেকেই আদিগঙ্গা শুরু হয়েছে।