• বেআইনি কল সেন্টার, গ্রেপ্তার ১৮
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেএলসি থানা এলাকায় বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস। কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মাঝরাতে কেএলসি থানার হাটগাছিয়াতে অভিযান চালান। সেখানে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে মোট ১৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন তাঁরা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে ২৪টি মোবাইল, ২২টি হার্ড ডিক্স, ২টি রাউটার, একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে লালবাজার। জানা গিয়েছে, কলকাতাতে পুলিসের নজরদারি থাকে। তাই এই নজরদারি এড়াতে বেশ কিছুদিন ধরেই কেএলসি এবং ভাঙড় এলাকায় বেআইনি কল সেন্টারে কারবার ফেঁদে বসেছে একাধিক চক্র। এদিকে, ধৃতদের শুক্রবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো  হয়। বিচারক তাঁদের ২৭ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।    
  • Link to this news (বর্তমান)