• ক্রেতা সেজে জলঙ্গি থেকে চোরাচালান চক্রের সদস্য সমেত চারজনকে গ্রেপ্তার লালবাজারের
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোরাই জিনিসের ক্রেতা সেজে লালবাজারের গোয়েন্দারা মুর্শিদবাদের জলঙ্গি থেকে আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য তথা তিন ‘রিসিভার’ সহ মোট চারজনকে গ্রেপ্তার করলেন। লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা চলতি মাসে যাদবপুর থানা এলাকায়  হওয়া পরপর দু’টি চুরির তদন্তে নেমে এঁদের গ্রেপ্তার করেন। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে লালবাজার জানতে পেরেছে, যাদবপুর থানা এলাকার পোদ্দারনগর থেকে ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল, ক্যামেরার মতো দামি ইলেকট্রনিক গ্যাজেট চুরির তদন্তে নেমে লালবাজার প্রথমে জয়দেব জানা ওরফে সুজয় জানাকে গ্রেপ্তার করে। তাকে জেরা  করে গোয়েন্দারা জানতে পারেন, চোরাই ইলেকট্রনিক সামগ্রী সে মিনা বলে একজনকে বিক্রি করে দিয়েছে। এরপর এই মিনার খোঁজে প্রথমে নদীয়া এবং পরে মুর্শিদবাদের জলঙ্গিতে হানা দেয় লালবাজার। ক্রেতা সেজে যাওয়া গোয়েন্দারা জলঙ্গি থেকে তোহিদুল মণ্ডল, মিনাজুল শেখ ওরফে মিনা এবং সাহাবুল মণ্ডলকে গ্রেপ্তার করেন। গোয়েন্দারা জানতে পেরেছেন, এই চক্রের সদস্যরা ইন্দো বাংলাদেশ সীমান্ত দিয়ে সেগুলি বাংলাদেশে বিক্রি করে দিত। অন্যদিকে, ম্যাটাডরে করে মেটিয়াবুরুজ থেকে ট্যাংরা আনার সময় ১০ লাখ টাকা দামের ডিজিটাল এক্স রে মেশিন চুরির ঘটনায় ট্যাংরা থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। 
  • Link to this news (বর্তমান)