জমিহারা পরিবারের বিবাহিতা কন্যাও সুবিধা পাবেন: হাইকোর্ট
বর্তমান | ১৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কন্যা বিবাহিতা হলেও বাবা-মায়ের উত্তরসূরি হিসেবে প্রাপ্য অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না। রাজ্যের শ্রমদপ্তরের এক মেমোকে ‘লিঙ্গবৈষম্যমূলক’ আখ্যাসহ এমনটাই জানাল হাইকোর্ট।
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমিহারাদের জন্য কিছু বিশেষ সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছিল রাজ্য। তার মধ্যে ছিল জমিহারার পরিবারের বেকার সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার। সেই অনুযায়ী এক বিবাহিতা কন্যা নিজেকে জমিহারা পরিবারের সন্তান হিসেবে সরকারি চাকরির আবেদন জানান। কিন্তু শ্রমদপ্তর জানিয়ে দেয়, ‘বিবাহিতা কন্যারা এই সুবিধা পাবেন না!’
শ্রমদপ্তরের ওই মেমো চ্যালেঞ্জ করে হাইইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী আশিসকুমার চৌধুরী। তিনি বলেন, ‘রাজ্যের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও বৈষম্যমূলক। কোনও দপ্তর বা সরকার লিঙ্গভিত্তিক বঞ্চনা করতে পারে না।’ এই বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘রাজ্য কি নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ করতে চায়? একজন সন্তান, তিনি ছেলে হোন বা মেয়ে, বিবাহিত হোন বা না হোন, তাঁকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করা যায় না।’ এরপরই সিঙ্গল বেঞ্চ শ্রমদপ্তরের ওই মেমোটি বাতিল করে দেয়। সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চও জানিয়ে দেয়, ‘লিঙ্গভিত্তিক বৈষম্য নয়, সকল নাগরিকের অধিকার সমান।’