• তিলজলা থেকে উদ্ধার ৬ কোটির কোকেন, ধৃত যুবক
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলা এলাকায় কোকেন সহ গ্রেপ্তার হল এক যুবক। আসাদ আলি নামের ওই অভিযুক্তের কাছ থেকে মিলেছে ৯৬ গ্রাম কোকেন। যার বাজারমূল্য প্রায় ছ’কোটি টাকা বলে জানা গিয়েছে। বিভিন্ন অভিজাত পার্টিতে সে কোকেন সরবরাহ করত বলে জানা গিয়েছে। সে কার কাছ থেকে কোকেন নিয়ে আসত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

    কয়েকদিন আগে তিলজলা থানা খবর পায়, স্থানীয় একটি বাড়িতে নিষিদ্ধ মাদকের ব্যবসা চলছে। বিলাসবহুল গাড়ি নিয়ে গভীর রাতে লোকজন হাজির হচ্ছে ওই বাড়িতে। তারা কোকেন কিনতে আসে। এছাড়াও বিভিন্ন পার্টিতে ওই বাড়ি থেকেই সরবরাহ করা হয় কোকেন। পুলিস সেখানে হানা দিয়ে আসাদ নামের এক যুবককে গ্রেপ্তার করে। ওই বাড়িতে তল্লাশি চালালে মেলে নিষিদ্ধ মাদক। কিট দিয়ে তা পরীক্ষা করে জানা যায়, সেটি কোকেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, কুরিয়ারের মাধ্যমে তার কাছে কোকেন আসে মুম্বই থেকে। তবে সরাসরি অর্ডার নেওয়া হয় না। তার একটি গ্রুপ রয়েছে, যেখানে কোকেনের জন্য অর্ডার দিতে হয় ক্রেতাদের। তারপর সে ক্লাব বা পার্টির উদ্যোক্তাদের কাছে তা পৌঁছে দিত। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে মুম্বইয়ের কোকেন কারবারিদের যোগ রয়েছে। অনলাইনে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। তারপর আসাদ এই কারবার শুরু করে। এই নেটওয়ার্কে কে কে রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিস।
  • Link to this news (বর্তমান)