• কর্মক্ষেত্রে হেনস্তা হাউসকিপিং কর্মীকে!
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ সল্টলেকের সেক্টর ফাইভে। কিছুদিন আগেই কর্মস্থলে সিনিয়র সহকর্মীর হাতে লাগাতার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এক তরুণী। এবার সেক্টর ফাইভের একটি আইটি অফিসে এককর্মীর হাতে হেনস্তা হলেন এক মহিলা হাউসকিপিং কর্মী। অভিযোগ, তাঁকে প্রেম করার জন্যও লাগাতার চাপ দেওয়া হচ্ছে। এমনকী, বিবাহিতা ওই তরুণী যেন দ্রুত স্বামীকে ডির্ভোস দেন, সে ব্যাপারেও তাঁকে হুমকি দেওয়া হচ্ছে! ফোন করে প্রায়ই উত্ত্যক্ত করা হচ্ছে তাঁকে। বাধ্য হয়েই তিনি পুলিসের দ্বারস্থ হয়েছেন। ওই কর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।

    সেক্টর ফাইভের একটি আইটি অফিসে গত মে মাসে এই তরুণী হাউসকিপিংয়ের কাজে যোগ দেন। ওইদিন নাইট শিফ্টে তাঁর ডিউটি ছিল। অভিযোগ, ওইদিন বন্ধুত্ব পাতাতে ওই কর্মী তাঁর কাছে এসেছিলেন। তারপর থেকেই তাঁর পিছু নেওয়া শুরু হয়। পরে তাঁকে প্রেমের প্রস্তাবও দেওয়া হয়। ওই কর্মী তাঁকে ফোন করে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ। এমনকী, ওই কর্মী তাঁর বন্ধুদের দিয়েও ফোন করান। তরুণীর বক্তব্য, ১৬ জুলাই ওই কর্মী তাঁকে হেনস্তা করেন। তারপর তিনি পুলিসের দ্বারস্থ হন।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই সেক্টর ফাইভের একটি অফিসে টানা তিন মাস ধরে যৌন হেনস্তা, শারীরিক নিপীড়ন, হুমকি ও মানসিক নিগ্রহের শিকার হয়েছিলেন এক তরুণী। এমনকী, অফিসেই ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্ত তাঁরই এক সিনিয়র সহকর্মী। 
  • Link to this news (বর্তমান)