নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার এক মাঝবয়সি রোগিণীর পা বাঁচাল কলকাতা মেডিক্যাল কলেজ। বাঁ পায়ে ফিমার বোন লাগোয়া প্রায় দেড় কেজির টিউমার বাদ দেওয়ায় শুধু পা’ই রক্ষা পেল না, সম্ভাব্য ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও অনেকটা কমে গেল। আমতার বাসিন্দা রহিমা বিবিকে এক বিশেষ পদ্ধতিতে অপারেশন করেন মেডিক্যালের অর্থোপেডিক বিভাগের ১ নম্বর ইউনিটের ইনচার্জ তথা সহকারী অধ্যাপক ডাঃ সৈকত সাউ ও তাঁর টিম। ডাঃ সাউ বলেন, যে পদ্ধতিতে এই অপারেশন করা হয়, তার নাম ‘আর জিরো ডিসেকশন’। শুধু টিউমারটি বাদ দেওয়া হয়নি, একইসঙ্গে পাশে ২ সেমি অংশও বাদ দিতে হয়েছে। না হলে দ্রুত ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকত। শুক্রবার রহিমা বিবির ছেলে মোশারফ মল্লিক বলেন, মা আগের তুলনায় অনেকটাই ভালো আছে। ডাক্তারদের ব্যবহার অত্যন্ত ভালো। খরচ হয়নি বললেই চলে। হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই রহিমা বিবির কোমরের নীচের অংশে ব্যথা হচ্ছিল। এক্স-রে’তে কিছু ধরা পড়েনি। শেষমেশ মেডিক্যালের অর্থোপেডিক বিভাগে দেখালে ধরা পড়ে এক বিশাল টিউমার। ডাক্তারদের কথায়, সফট টিস্যু টিউমার ছিল। এই অপারেশনে সামান্য ভুলচুক হলেই অতিরিক্ত রক্তপাত বা পক্ষাঘাতের আশঙ্কা থাকে। শেষমেশ সব ভালোয় ভালোয় হয়েছে।