কর্ণাটকে সোনার দোকানে ডাকাতির ঘটনা, গোপালনগর থেকে গ্রেপ্তার ২
বর্তমান | ১৯ জুলাই ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: কর্ণাটকে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। রাজ্য পুলিসের সহায়তায় কর্ণাটর পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম অযোধ্যাপ্রসাদ চৌহান ও ফারুক গাজী। অযোধ্যাপ্রসাদ উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ফারুকের বাড়ি হুগলির দাদপুরে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
জানা গিয়েছে, গত ১১ জুলাই কর্ণাটকের কালাবুর্গি (গুলবার্গা) জেলায় একটি সোনার দোকানে ডাকাতি হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ঢুকেছিল ডাকাতদল। দোকানের কর্মচারীদের ভয় দেখিয়ে প্রায় ৩ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয় পাঁচ সদস্যের ওই ডাকাতদল। তদন্তে নেমে কর্ণাটকের পুলিস প্রথমে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে এই দুই অভিযুক্তের খোঁজ পায় পুলিস। তদন্তকারীরা জানতে পেরেছেন, পশ্চিমবঙ্গের গোপালনগরে একজনের বাড়িতে আত্মগোপন করে আছে দুই অভিযুক্ত। অযোধ্যাপ্রসাদের এক আত্মীযয়ের বাড়ি সেখানে। সেই মতো বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ডাকাতি করা সামগ্রী কিছু উদ্ধার হয়েছে কি না, তদন্তের স্বার্থে এনিয়ে এখনই কিছু বলতে চায়নি পুলিস। শুক্রবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক দত্ত জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন খারিজ করে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।