নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগের পরীক্ষা দ্বিতীয় এসএলএসটি (এটি) ২০২৫-এর সম্ভাব্য দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। প্রধান শিক্ষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা দু’টি হবে। ৭ সেপ্টেম্বর (রবিবার) নবম-দশম শ্রেণি এবং ১৪ সেপ্টেম্বর (রবিবার) একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হতে পারে। এর জন্য প্রধান শিক্ষকদের বিদ্যালয়, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত, কমিশনের মূল বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি। সেখানে লেখা ছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা হতে পারে।