• পারিবারিক অশান্তির জের, ক্যানিংয়ে বউমার বিরুদ্ধে শ্বশুরকে খুনের অভিযোগ
    এই সময় | ১৯ জুলাই ২০২৫
  • স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন অশান্তি হতো। দীর্ঘদিন ধরেই দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। শুক্রবার রাতে সেই বিবাদই চরমে ওঠে। অভিযোগ, বচসা চলাকালীন স্বামীকে কাঁচি দিয়ে আঘাত করতে যান স্ত্রী। সেই সময় ছেলেকে বাঁচাতে সামনে চলে আসেন মহিলার শ্বশুর। আর তখনই কাঁচির ফলা গেঁথে যায় তাঁর বুকে। সেই আঘাতেই মৃত্যু হয়েছে তাঁর। ক্যানিংয়ের রাজাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম স্বপন সর্দার (৫৫)।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপনের ছেলে প্রদীপ ও পুত্রবধূ মৌসুমির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। শুক্রবার রাতেও তাঁদের মধ্যে বচসা হয়। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আচমকাই মৌসুমি হাতের কাছে থাকা কাঁচি তুলে স্বামীর দিকে ধেয়ে যান। ছেলেকে বাঁচাতে ছুটে যান স্বপন। ছেলেকে ঠেলে একপাশে সরিয়ে দিতে যান তিনি। তখনই ঘটে বিপত্তি। ধারালো কাঁচির ফলা তাঁর বুকে বিঁধে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    এই ঘটনার পর অভিযুক্ত মৌসুমি সর্দারকে আটক করেছে পুলিশ। তবে তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত দুর্ঘটনা, না কি পূর্ব পরিকল্পিত তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)