• ফের চুরি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে, এ বার নিশানায় বাইকের শোরুম
    এই সময় | ১৯ জুলাই ২০২৫
  • পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার গভীর রাতে আবারও চুরির ঘটনা সামনে এল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। শুক্রবার রাতে গোপালগঞ্জ এলাকায় পরপর দু’টি বাইকের শোরুমে চুরি হয়েছে বলে অভিযোগ। এভাবে পর পর চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে শোরুম খোলার পরই চুরির বিষয় নজরে আসে।

    প্রসঙ্গত, বুধবার রাতে গোপালগঞ্জের পোস্ট অফিস এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করে দুষ্কৃতীরা। পোস্ট অফিসের ভল্ট ভাঙার চেষ্টা করলেও তাতে সফল হয়নি দুষ্কৃতীরা। সুবিধা করতে পারেনি ব্যাঙ্কেও। তবে ব্যাঙ্কের ক্লোজ সার্কিট ক্যামেরার তার কেটে দেওয়ার পাশাপাশি হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে অফিস খুলতে গিয়ে কর্মীরা দেখেন, পোস্ট অফিস ও ব্যাঙ্কের জানলার গ্রিল ভাঙা। এরপরে শুক্রবার রাতে আবারও বাইকের শোরুমে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

    শনিবার সকালে বাইকের শোরুমের মালিক ও কর্মচারীরা শোরুম খুলে দেখতে পান চুরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি শোরুমের কোলাপসিবল গেট এর তালা ভেঙে চোরেরা ঢোকে। শোরুমের সিঁড়ির ঘরের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। নগদ টাকা, মোবাইল, বাইকের পার্টস সহ অন্যান্য জিনিস চুরি গিয়েছে বলে জানান শোরুমের মালিকরা। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

    চুরি হওয়া এক শোরুমের মালিক অসীম রায় জানিয়েছেন, ভিতরে ঢুকে একের পর এক আলমারি, ডেস্ক ভেঙে তছনছ করে তারা। প্রাথমিকভাবে তিনটি মোবাইল, নগদ টাকা, ট্যাব-সহ বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে বলে দাবি তাঁর। চুরির ঘটনা নিয়ে শোরুম কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ। জোড়া চুরির ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)