• ভিন্ রাজ্যে কাজে গিয়ে গ্রেফতার দুই ছেলে, উৎকণ্ঠায় বাবা-মা
    আনন্দবাজার | ১৯ জুলাই ২০২৫
  • অভাবের সংসার। তাই দুই ভাই মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। কিন্তু সেখানেই সাত মাস ধরে সংশোধনাগারে বন্দি রানাঘাট থানার রায়নগর মাঠপাড়ার বাসিন্দা নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস। দুই ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন বাবা নিশিকান্ত ও মা পুষ্প। ভিন্ রাজ্যের কারাগারে থাকা ছেলেদের কী হবে সেই চিন্তায় এক চিলতে টিনের চালাঘরে এখন কান্না ও উদ্বেগে ছবি।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথার কারণেই নয়ন ও মণিশঙ্করকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে পথেও নেমেছেন তিনি। জানা গিয়েছে, গত নভেম্বর মাসে কাজের খোঁজে মহারাষ্ট্রে যান নয়ন ও মণিশঙ্কর। সেখানে ২৭ ডিসেম্বর পুলিশ তাঁদের গ্রেফতার করে। এক প্রতিবেশীর মাধ্যমে তাঁদের গ্রেফতারের খবর জানতে পারে বাড়ির লোকেরা।

    মাস কয়েক আগে মহারাষ্ট্র পুলিশ তদন্তে রানাঘাট এসেছিল। সেই সময় তারা দু’জনের পরিচয়পত্র সংক্রান্ত কিছু কাগজপত্র নিয়ে ফিরে যায়। কিন্তু কেন সে সব নিয়ে যাচ্ছে তার কোনও সঠিক ব্যাখ্যা তারা দেয়নি বলে দাবি পরিবারের। পরিবারের সন্দেহ, বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি। এই ধারণা থেকেই তাঁদের ছেলেদের টার্গেট করা হয়েছে।

    রানাঘাট-২ পঞ্চায়েত সমিতির সদস্য সুধা বৈদ্য বলেন, “মহারাষ্ট্র পুলিশ এখানে এসেছিল ঠিকই। কিন্তু তারা স্পষ্ট করে কিছুই বলতে চায়নি। কিছু নথিপত্র নিয়ে চলে যায়।’’ ধৃত দুই যুবকের মা বলেন, ‘‘ছেলেরা ওখানে কী অবস্থায় রয়েছে কিছুই জানি না। কেন গ্রেফতার করা হয়েছে তাও আমাদের কাছে স্পষ্ট নয়।’’ রানাঘাট জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় হিসাবে নথিপত্র ঠিক না থাকায় তাঁদের গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)