• কার্যালয় তৈরি নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
    আনন্দবাজার | ১৯ জুলাই ২০২৫
  • আচমকা বিজেপির পথ অবরোধ। এর পরে সেই অবরোধকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল সংঘর্ষের চেহারা নেয়। দু’টি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    শুক্রবার সকালে সোদপুরের মধ্যমগ্রাম রোডের তালবান্দা এলাকায় এই ঘটনা ঘটে। এ দিন ভোর থেকেই তালবান্দায় বিজেপির খড়দহের চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে বাঁশ, টিন দিয়ে তৈরি করা হচ্ছিল দলীয় কার্যালয়। হঠাৎ সেখানে চড়াও হন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিজেপি কর্মীরা বাধা দিলে তাঁরা প্রহৃত হন বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তাঁরা। অভিযোগ, সেখানেও চড়াও হয়ে তৃণমূল কর্মীরা তাঁদের মারধর করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসন ওই অস্থায়ী কার্যালয়টি সরিয়ে দেয়।

    বিজেপির খড়দহের চার নম্বর মণ্ডলের বুথ সভাপতি তন্ময় গুহের অভিযোগ, পঞ্চায়েত থেকে তৃণমূলের লোকজন গিয়ে তাঁদের মারধর করেন। মহিলাদেরও নিগ্রহ করা হয়। তৃণমূলের বিলকান্দা-১ পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসের পাল্টা অভিযোগ, ‘‘কিছু দিন আগেই এলাকার নিকাশি নালা পরিষ্কার করা হয়েছে। সেই নালার ধারেই সরকারি জায়গা দখল করে ঘর তৈরি করা হচ্ছিল। সাধারণ মানুষই বিজেপির সেই অপচেষ্টা রুখে দিয়েছেন।’’ এই ঘটনায় ওই পঞ্চায়েতের তরফেও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

    ঘটনার পরে বিজেপি নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
  • Link to this news (আনন্দবাজার)