চলতি মাসের শেষের দিকে বা অগস্টের শুরু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের এই পরিকল্পনায় শুক্রবার সিলমোহর দিলেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। একইসঙ্গে তিনি জানালেন, রবীন্দ্রভবনের আদলে টিকিট কেটে ঘুরতে পারবেন পর্যটকেরা।
করোনার সময়েই বিশ্বভারতীর প্রাঙ্গণে সাধারণের প্রবেশ বন্ধ হয়েছিল। পাঁচ বছর পরে এ বার পর্যটকদের জন্য ‘হেরিটেজ ওয়াক’ চালুর পরিকল্পনা করেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ দিন বিশ্বভারতীর জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগে পড়ুয়া এবং কৃষকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য বলেন, “পর্যটকদের প্রবেশের আগে আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি। কিছু সংস্কারের কাজও বাকি রয়েছে। এ মাসের শেষের দিকে না হলেও, অগস্টের প্রথম দিকেই আমরা ‘হেরিটেজ ওয়াক’ শুরু করছি।’’
এ দিন উপাচার্য জানান, পরীক্ষামূলক ভাবে রবিবারের দিনটিতে ‘হেরিটেজ ওয়াক’ শুরু হবে। এটি সফল হলে নভেম্বর থেকে পাঁচ-ছ’দিনের জন্য ক্যাম্পাস খোলা হবে। তিনি বলেন, ‘‘আমরা ঠিক করেছি এক দিনে চারটি দল প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন। এক থেকে দেড় ঘণ্টার মতো তাঁরা ভিতরে থাকতে পারবেন। পর্যটকরে পাঠভবন, ছাতিমতলা, উপাসনা গৃহ, সিংহসদন উপাসনা গৃহ, কালোবাড়ি-সহ পুরো বিশ্বভারতী ক্যাম্পাস দেখার সুযোগ পাবেন। শেষে থাকছে সংগীত ভবনে একটি লাইভ পারফরম্যান্স হবে।’’
বিশ্বভারতী সূত্রে খবর, প্রতিটি দলের সঙ্গে বিশ্বভারতীর নিজস্ব গাইড থাকবে।আপাতত টিকিট অফলাইনে টিকিটের ব্যবস্থা হবে বলে জানান উপাচার্য। তিনি বলেন, ‘‘পরীক্ষামূলক এই কর্মসূচি সফল হলে নভেম্বর থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন পর্যটকেরা।”