• একুশের জুলাইয়ের ফ্লেক্সে পঞ্চায়েতের নাম, বিতর্ক
    আনন্দবাজার | ১৯ জুলাই ২০২৫
  • তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচির প্রচারে ফ্লেক্সে বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েতের নাম!

    শুক্রবার এখানকার সিজা বাজার এবং ওই পঞ্চায়েত অফিসের গেটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত এমনই কিছু ফ্লেক্স ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রতিটি ফ্লেক্সেরই নীচে লেখা, ‘প্রচারে— সিজা কামালপুর পঞ্চায়েত’। সরকারি টাকায় একটি রাজনৈতিক দলের কর্মসূচির প্রচার এ ভাবে সরকারি সংস্থা কী করে করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পঞ্চায়েতের দাবি, ছাপাখানার ভুল।

    সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষের দাবি, ‘‘রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারি সংস্থার নাম ব্যবহার সম্পূর্ণ আইন বিরোধী। তৃণমূল আইন মানে না। সাধারণ মানুষের টাকায় দলীয় কর্মসূচির প্রচার করতেই ব্যস্ত।’’ বিজেপির বলাগড় মণ্ডল সভাপতি অনিমেষ দেবনাথের প্রশ্ন, ‘‘কার অনুমতিতে মানুষের করের টাকা খরচ করে দলের প্রচার চালানো হচ্ছে? এর জবাব চাই।’’

    উপপ্রধান অরিজিৎ দাসের দাবি, ‘‘পঞ্চায়েতের পক্ষ থেকে ওই ফ্লেক্স করা হয়নি। যে ছাপাখানা থেকে সেগুলি তৈরি হয়েছে, সেখানে ‘সিজা কামালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস’ লিখতে গিয়ে ওই ভুল করেছে। অনেক দলীয় কর্মী নিজেদের উদ্যোগে ফ্লেক্স করিয়েছেন। তবে, কারা এই ভুল ফ্লেক্স করিয়েছেন, বলতে পারব না।’’
  • Link to this news (আনন্দবাজার)