হাইড্রেন দখল করে তৈরি করা হয়েছিল বাড়ির একাংশ। অভিযান চালিয়ে সেই নির্মাণ গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুরসভা। শুক্রবার শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে হকার্স কর্নার এলাকায় অভিযান চালানো হয়। পুরসভার দাবি, সেখানে হাইড্রেনের উপর একটি ঘর তৈরি করা হয়েছিল। কয়েক মাস আগে এ নিয়ে পুরসভায় অভিযোগ আসে। এর পরেই পুরসভার বাস্তুকাররা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেন। বাড়ি মালিককে বেশ কয়েকবার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু এর পরেও ঘর ভাঙা হয়নি।
এ দিন সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন পুরসভার কর্মীরা। প্রথমে পুর কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। পরে পুলিশ এক যুবককে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যায়। অবৈধ নির্মাণ শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। এ দিকে বাড়ি ভাঙা পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যেরা। সুধবী রায় নামে ওই বাড়ির এক সদস্যা বলেন, “প্রায় ৫০ বছর ধরে এখানে রয়েছি। হাইড্রেনের উপর প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। শুধু আমাদের বাড়িটি অবৈধ বলে পুরসভা ভেঙে দিয়েছে। এখন কোথায় থাকব। নোটিস আসার পর পুর প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম।”
অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই পালটা প্রতিবাদে সামিল হন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের অভিযোগ, হাইড্রেন দখল করে বহু বছর ধরে দোকানগুলি থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেখানে। পাশাপাশি, পুর প্রতিনিধির নাম করে কয়েকজন যুবক কিছুদিন আগে ওই পরিবারের কাছে এসে ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। যদিও এমন ঘটনা জানা নেই বলেই জানিয়েছেন পুর প্রতিনিধি সঞ্জয় শর্মা।