রাজবাড়ি দিঘি সৌন্দর্যায়ন অগ্রাধিকার, দাবি দিলীপের
আনন্দবাজার | ১৯ জুলাই ২০২৫
বৈকুণ্ঠপুর রাজবাড়ির দিঘি এবং মন্দির সংস্কারে রাজ্য হেরিটেজ কমিশনের সঙ্গে আলোচনায় বসবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তথা এসজেডিএ। রাজবাড়ির দিঘিতে ‘দিল্লির হাটে'র আদলে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিক্রির স্টল বসানোর পরিকল্পনাও রয়েছে এসজেডিএ-র। দিঘির পাশে থাকা দু’টি মন্দির সংস্কার করতে নেওয়া হবে হেরিটেজ কমিশনের পরামর্শ। রাজবাড়ি দিঘি সৌন্দর্যায়ন এবং সংস্কার এসজেডিএ-র অগ্রাধিকার বলে দাবি করলেন সংস্থার চেয়ারম্যান দিলীপ দুগার। জলপাইগুড়ি শহরে এসজেডিএ-র অফিসে প্রতি শুক্রবার অফিস করবেন বলে চেয়ারম্যান জানিয়েছেন।
জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে অর্ধনির্মীত অবস্থায় পড়ে থাকা সমাজ পাড়ার করলা সেতুর সংযোগকারী রাস্তাও তৈরিতে উদ্যোগী হয়েছে এসজেডি। প্রথমে অর্ধনির্মীত সেতুটির ‘স্বাস্থ্য পরীক্ষা’ করাবে এসজেডিএ। পূর্ত দফতর পরীক্ষা করবে। রিপোর্ট ঠিক থাকলে পূর্ত দফতরকে সংযোগকারী রাস্তা তৈরি করতে অনুরোধ করবে এসজেডিএ। সংস্থার চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীও এসেছিলেন। এ দিন প্রথমে পুরসভায় গিয়ে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এসজেডিএ-র পদাধিকারীরা। পুরসভা থেকে জলপাইগুড়ি জেলা পরিষদে গিয়েছিলেন তাঁরা। গত ফেব্রুয়ারি মাস থেকে লাটাগুড়ি বাজার ভবন তৈরি হয়ে পড়েছিল। এসজেডিএ ভবন তৈরি করে তবে নানা জটিলতায় জেলা পরিষদ ভবন হস্তান্তর নেয়নি। এ দিন এসজেডিএ-র চেয়ারম্যানের উপস্থিতিতে আধঘণ্টায় ভবন হস্তান্তর হয়ে যায়।
নতুন ভাবে এসজেডিএ-র বোর্ড গঠনের পরে শুক্রবারই প্রথম জলপাইগুড়ি এসেছিলেন চেয়ারম্যান। তিনি জানিয়েছেন এর পর থেকে জলপাইগুড়ি শহরের বিশিষ্টজনেদের বাড়িও যাবেন। চেয়ারম্যান বলেন, “জলপাইগুড়ি শহর আমার আবেগের। ছোটবেলার স্মৃতি জড়িয়ে, এই শহরে আমার দাদুর বাড়ি ছিল, প্রথম সাইকেল চালানো, ফুটবল খেলা এই শহরে। রাজবাড়ির দিঘিকে আমরা মডেল করব, শহরের যানজট সমস্যাও মেটাব। দীর্ঘদিনের করলা সেতু নির্মাণের কাজও দ্রুত শেষ হবে।”
জলপাইগুড়ি পুরসভার সঙ্গে সমন্বয় বৃদ্ধিতে জোর দেওয়া হবে বলে নতুন চেয়ারম্যান দাবি করেছেন। এর আগে একাধিকবার তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার সঙ্গে তৃণমূলের নেতা-জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত এসজেডিএ-র সমন্বয়ের অভিযোগ উঠেছিল। এ দিন দিলীপ বলেন, “নিশ্চই জলপাইগুড়ির জন্য আরও সুখবর অপেক্ষা করছে।”