• ‘দিনকাল খুব খারাপ, এত সোনা পরে কেউ বেরোয়?’ পরামর্শ দিয়ে টাকা-গয়না নিয়ে পালাল ‘পুলিশ’!
    আনন্দবাজার | ১৯ জুলাই ২০২৫
  • যেচে পরামর্শ দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গয়না নিয়ে পালালেন পুলিশের উর্দি গায়ে চাপিয়ে ঘোরা এক যুবক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভবানীগঞ্জ এলাকায়। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।

    ভবানীগঞ্জ বাজারে দোকান রয়েছে ব্যবসায়ী সুকুমার সাহার। শনিবার বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিল ব্যাঙ্কে যাওয়ার জন্য। সঙ্গে ব্যাগে ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা। সুকুমার জানান, তিনি বাইক নিয়ে মিনা কুমারী চৌপতি এলাকায় পৌঁছোন। সেই সময় এক জন বাইক নিয়ে তাঁর সামনে এসে দাঁড়ান। পকেট থেকে একটি কার্ড বার করে নিজেকে পুলিশ বলে দাবি করে তিনি বলেন, ‘‘দিনকাল খারাপ। আপনি এত সোনার আংটি পড়ে রাস্তায় ঘুরছেন কেন? আংটিগুলো খুলে ব্যাগে রাখুন।’’ সুকুমার জানান, তিনি পুলিশ ভেবে ওই ব্যক্তির পরামর্শ শোনেন। তাঁর কথামতো আঙুল থেকে আংটি খুলে ব্যাগের মধ্যে রাখেন। এর পরই পুলিশের পরিচয় দেওয়া আগন্তুক জানতে চান, ব্যাগেও কি দামি কিছু আছে? সহজ বিশ্বাসে সুকুমার ব্যাগ খুলে টাকা দেখান। তাই দেখে ওই ব্যক্তি ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে পরীক্ষা করেন আরও কিছু আছে কি না। এই পর্যন্ত সব ঠিকই ছিল। সব কিছু স্বাভাবিক বলে মনে হয়েছিল সুকুমারের।

    সুকুমার আবার বাইকে ‘স্টার্ট’ দেন। কিছু দূর যাওয়ার পর তাঁর মনে হয়, ব্যাগ থেকে আংটিগুলি বার করে এ বার পরে নেবেন। কিন্তু ব্যাগে হাত ঢুকিয়ে দেখেন আঙটি নেই! ঘামতে থাকেন ব্যবসায়ী। বাইক থামিয়ে ভাল করে ব্যাগ দেখেন। এ বার তাঁর আরও অবাক হওয়ার পালা। তিনি দেখেন আঙটি তো নেই, সঙ্গে থাকা সাড়ে চার লক্ষের মধ্যে আড়াই লক্ষ টাকাও গায়েব! চোখের ভেলকি না কি হাতের সাফাই, কিছুই বুঝতে না পেরে শেষমেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সুকুমার।

    বিবরণ শুনে ব্যবসায়ীর অভিযোগ গ্রহণ করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সুকুমারের দাবি, যে ব্যক্তি তাঁকে ‘আইডেন্টিটি কার্ড’ দেখিয়ে পুলিশ বলে দাবি করেছিলেন, তাঁর গায়ে উর্দিও ছিল। তাই সন্দেহ হয়নি। সব শুনে ভুয়ো পুলিশ অফিসারের খোঁজে কোতোয়ালি থানার পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)