• ডুরান্ড কাপে ছয় বিদেশিকেই নথিভুক্ত করাচ্ছে ইস্ট বেঙ্গল
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী ৬ বিদেশি নথিভুক্ত করানো যায়। মাঠে নামানো যাবে চার জনকে। সেই মতো পূর্ণশক্তির দল নিয়েই ঐতিহ্যশালী টুর্নামেন্টে নামছে ইস্ট বেঙ্গল। আগামী ২৩ জুলাই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। তার আগেই সব বিদেশিকে শহরে আনতে মরিয়া ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছন প্যালেস্তাইনের মিডফিল্ডার রশিদ। গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোসও স্কোয়াডে যোগ দিয়েছেন। কালবিলম্ব না করে এদিনই অনুশীলনে নামলেন তাঁরা। সহকারী কোচ ও ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে রিহ্যাব করেন এই দুই বিদেশি। নবাগত রশিদের মন্তব্য, ‘দলকে সাফল্য এনে দিতে চাই।’ অন্যদিকে, গতবারের ব্যর্থতা কাটিয়ে ওঠাই লক্ষ্য দিয়ামানতাকোসের।

    রশিদ ছাড়াও ব্রাজিলের মিগুয়েল ফেরেরা ও আর্জেন্তাইন ডিফেন্ডার কেভিল সিবলে প্রথমবার লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন। বাংলাদেশের বসুন্ধরা কিংসে অস্কারের অধীনে ফুল ফুটিয়েছেন মিগুয়েল। মূলত স্প্যানিশ কোচের পরামর্শেই তাঁকে রিক্রুট করা হয়। মিগুয়েলের মন্তব্য, ‘অস্কারের কোচিংয়ে ইস্ট বেঙ্গলের হয়ে সেরাটা উজাড় করে দিতে চাই।’ সেক্ষেত্রে মিগুয়েল ছন্দে থাকলে অস্কারের চিন্তা কিছুটা কমবে। আর্জেন্তাইন স্টপার কেভিন আবার টাফ ফুটবলে দক্ষ। কিন্তু রক্ষণে আপাতত তিনিই একমাত্র বিদেশি। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় ফুটবলারদের নিয়েই দুর্গ সামলাতে হবে অস্কারকে। বিষয়টি মোটেও সহজ নয়। স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোকে নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা। তাঁর অত্যধিক চোটপ্রবণতা চিন্তার কারণ। অনেকেই চেয়েছিলেন তাঁকে রিলিজ করে নতুন ফুটবলার আনতে। কিন্তু ক্রেসপোকে ছাড়তে গেলে বিশাল টাকা ক্ষতিপূরণ প্রয়োজন। অতএব কোনওরকমে টিকে গিয়েছেন তিনি। মরক্কোর স্ট্রাইকার হামিদ ভিসা সমস্যায় আটকে। তাঁরও দ্রুত কলকাতায় পৌঁছবার কথা।
  • Link to this news (বর্তমান)