• চিতাবাঘের চামড়া পাচারের ঘটনায় ধৃত ৪ জনের তিন বছরের সাজা
    বর্তমান | ২০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চিতাবাঘের চামড়া পাচারের ঘটনায় ধৃত ৪ জনের সাজা ঘোষণা। আজ, শনিবার জলপাইগুড়ি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। জানা গিয়েছে, সাজাপ্রাপ্তদের বাড়ি ডুয়ার্স এলাকায়। এই মামলার সরকার পক্ষের আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪ সালের ২৬ মে বনদপ্তরের গোরুমারা ওয়াইল্ড লাইফ বিভাগের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। জানা যায়, ওই এলাকা দিয়ে বন্যপ্রাণীর দেহাংশ পাচার হচ্ছে। খবর পেয়েই গোরুমারা নর্থের রেঞ্জার নীলাদ্রিশেখর রায় তাঁর টিম নিয়ে মেটেলি-সামসিং রোডে পৌঁছে যান। ভোর তিনটে থেকে তাঁরা ওত পেতে থাকেন। এরপর বনদপ্তরের কাছে আসা খবর অনুযায়ী চারজন ওই এলাকায় জড়ো হয়। তাদের কাছে একটি ব্যাগ ছিল। পাচারকারীদের দেখামাত্র ঝাঁপিয়ে পড়েন বনকর্মীরা। তাদের হাতেনাতে ধরে ফেলেন। ওই চারজনের কাছে থাকা ব্যাগ থেকে চিতাবাঘের চামড়া উদ্ধার হয়। পাশাপাশি সরকারি আইনজীবী জানান, বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী, লেপার্ডের চামড়া শিডিউল ওয়ানের মধ্যে পড়ে। ফলে ওই চামড়া পাচারের ঘটনায় ধৃত চারজনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়। ১৮ মাস জেল হেফাজতেই ছিল তারা। এদিন আদালত ওই মামলায় রায় দেয়। প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)