• নাগেরবাজারে বন্ধ ঘরে কাপড়ের স্তূপের মধ্যে মিলল প্রৌঢ়ার কঙ্কালসার দেহ! চাঞ্চল্য
    বর্তমান | ২০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাগেরবাজার থানা এলাকার বন্ধ ঘরের ভিতর থেকে এক প্রৌঢ়ার কঙ্কালসার মৃতদেহ উদ্ধাকে ঘিরে চাঞ্চল্য। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুপর্ণা ধাড়া(৫৭)। তাঁর বাড়ি দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এমসি গার্ডেন রোড এলাকায়। ওই বাড়িতে সাতের দশক থেকে একটি বেসরকারি প্রাথমিক স্কুল চলত। এর আগে সুপর্ণাদেবীর বাবা ও মা ওই স্কুলটি চালাতেন। পরে তিনি ওই স্কুলের দায়িত্বে ছিলেন। তবে গত বছরের নভেম্বর মাস থেকেই স্কুলটি বন্ধ হয়ে যায়। স্থানীয়রা গত ১১ ডিসেম্বর বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়েছিলেন। সেই সময় নাগেরবাজার থানা সুপর্নাদেবীর দুই দিদিকে ডেকে এনে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি চালায়। তবে সেবার তেমন কোনও দুর্গন্ধ না পাওয়ায় একটি বন্ধ ঘর না খুলেই তাঁরা চলে গিয়েছিলেন বলে অভিযোগ। এরপর আজ, শনিবার সকালে সুপর্ণাদেবীর বিবাহিত দুই দিদি ওই বন্ধ ঘরে ঢোকেন। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান। পাশাপাশি দেখেন জামা কাপড়ের স্তূপের ভিতর থেকে দুটি কালো পা বের হয়ে রয়েছে! সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নাগেরবাজার থানার ঘুঘুডাঙা ফাঁড়িতে। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কী ভাবে ওই প্রৌঢ়ার মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তা জানা সম্ভব হবে।  
  • Link to this news (বর্তমান)