• পাটনায় গ্যাংস্টার খুনে কলকাতার আনন্দপুর থেকে আটক আরও ৫
    এই সময় | ২০ জুলাই ২০২৫
  • পাটনার চন্দন মিশ্র খুনের ঘটনায় জড়িত সন্দেহে শনিবার সকালেই কলকাতার নিউটাউন থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ দিন রাতে আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে আরও পাঁচ জনকে আটক করা হলো। গত বৃহস্পতিবার পাটনা হাসপাতালের ভিতরে ঢুকে আইসিইউতে ভর্তি থাকা এক রোগীকে গুলি করে খুন করে এক দল দুষ্কৃতী। নিহত চন্দন মিশ্র নিজেও গ্যাংস্টার। তাকে খুনের ঘটনায় কলকাতার যোগসূত্র মিলেছে শনিবার।

    পুলিশ সূত্রে খবর, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখে এক গাড়ি চিহ্নিত করে পুলিশ। সেই গাড়িটিকে কলকাতা অভিমুখে আসতে দেখা যায়। সেই সূত্র ধরেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে শনিবার সকালে নিউ টাউন এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেই আনন্দপুরের ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ।

    পুলিশের একাংশের দাবি, চন্দন খুনে মূলচক্রী এ রাজ্যের পুরুলিয়া জেলা সংশোধনাগারে বন্দি শেরু সিংহ। সেই পাটনার তৌসিফ বাদশাকে খুনের সুপারি দিয়েছিল। শেরুর নির্দেশেই গোটা অপারেশন চালানো হয়। তৌসিফকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিহার পুলিশ।

  • Link to this news (এই সময়)