• চুরি করা বাইক বিক্রি করতে এসে বিপত্তি, মালগাড়ির চাকায় কাটা গেল যুবকের দুটো পা
    এই সময় | ২০ জুলাই ২০২৫
  • চুরি করা বাইক বিক্রি করতে এসে বিপত্তি। চলন্ত মালগাড়ির চাকায় দুটো পা কাটা গেল এক যুবকের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পানাগড় স্টেশনের অদূরে ১০২ নম্বর রেলগেটে। জিআরপি আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রের খবর, এ দিন তিন জন যুবক একটি চুরি করা বাইক বিক্রি করতে পানাগড় বাজারে এসেছিলেন। তাঁদের দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এর পরে স্থানীয় বাসিন্দারাই কাঁকসা থানায় খবর দেন। পুলিশকে আসতে দেখে ওই তিনজন যুবক বাইক ছেড়ে পালিয়ে যান।

    অভিযোগ, ওই তিনজন যুবকের মধ্যে দু’জন পালিয়ে গিয়ে বাজারের ভিড়ে মিশে গিয়েছিলেন। একজন যুবক রণডিহা মোড় হয়ে রেলগেট পার করে পালাতে গিয়েছিলেন। সেই সময়ে একটি মালগাড়ি যাচ্ছিল। ওই যুবক দৌড়ে সেই মালগাড়িতে উঠতে যান। আর তখনই ঘটে বিপত্তি। মালগাড়ির চাকায় তাঁর দুটো পা কেটে যায়। জিআরপি ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে।

    কাঁকসা ও বুদবুদের এসিপি সুমন জয়সওয়াল বলেছেন, ‘রেললাইনে এক যুবকের দুটো পা কাটা গিয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে, ঠিক কী ঘটেছে।’

  • Link to this news (এই সময়)