• বাসি বিয়ের আগে পার্লারে সাজতে গিয়ে উধাও পাত্রী, আলিপুরদুয়ারে তুলকালাম
    আজ তক | ২০ জুলাই ২০২৫
  • Alipurduar Bride Missing: বৃহস্পতিবার রাতে ঘটা করে বিয়ে করতে গিয়েছিলেন পাত্র। বিধিমতে চারহাত একও হয়েছে। শুক্রবার ছিল বাসি বিয়ে। বাসি বিয়েতেও সেজেগু বসার আগে শুক্রবার ফের নতুন করে সাজার জন্য পার্লারে যাওয়ার আবদার করেন ওই তরুণী। সেজে ফেরার পরই তিনি সিঁদুর দান পর্বে বসবেন। সেইমতো পার্লারে সাজতে বেরিয়ে গায়েব হয়ে গেলেন পাত্রী। ঘটনাটি আলিপুরদুয়ারের। হতবাক দুই বাড়ির লোক। কথা হারিয়েছেন পাত্রও।আলিপুরদুয়ারের শামুকতলা থানায় মিসিং ডায়েরি করেছেন ওই তরুণীর পরিবারের লোকজন। 

    বিয়েবাড়ির আনন্দ নিমেছে বিষাদে পরিণত হয়েছে। পাত্রপক্ষের দাবি, রবিবার ছিল বৌভাত। বড় প্যান্ডেল করা হয়েছে। প্রায় পাঁচ লক্ষ টাকা খরচও হয়েছে ছেলের বিয়েতে। বৌমা নিখোঁজ হয়ে যাওয়ার পরে দিশেহারা পাত্রের বাড়ির সদস্যরা।

    পাত্রের বাবার কথায়, ‘অনেকে বলছেন ও (পাত্রী) নিজেই পালিয়ে গিয়েছে। আমরা টাকা অপচয় নিয়ে ভাবছি না। সামাজিক লজ্জায় মাথা হেঁট হয়েছে। বিয়েতে অমত থাকতেই পারে। তা আগে জানালেই হতো। তবে ও সুস্থ থাকুক এটাই চাইছি।’ শামুকতলা থানার ওসি বিশ্বজিৎ দে জানান, ওই তরুণীর হদিশ পেতে চেষ্টা করছে পুলিশ।

    আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের শামুকতলা রোডের দক্ষিণ মজিদখানা এলাকায় সরকারি চাকরি করা এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল যশোডাঙার বিশ্বাসপাড়ার ওই তরুণীর। বৃহস্পতিবার রাতে বিয়ের পরে শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ ভাইকে নিয়ে বিউটি পার্লারে সাজতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। দেখাশুনো করে 'সরকারি কর্মী' পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন বাবা-মা। ঘটনায় পাত্রীপক্ষের উপর ক্ষেপে গিয়েছেন।

     
  • Link to this news (আজ তক)