• ঘর থেকে মহিলার কঙ্কালসার দেহ উদ্ধার, পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন
    বর্তমান | ২০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দমদমের এমসি গার্ডেন রোডে বন্ধ ঘরের ভিতর থেকে এক মহিলার কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুপর্ণা ধাড়া (৫৭)। তিনি দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এমসি গার্ডেন রোডে নিজের বাড়িতে সাতের দশক থেকে একটি বেসরকারি প্রাথমিক স্কুল চালাতেন। আগে সুপর্ণাদেবীর বাবা ও মা স্কুলটি চালাতেন। পরে তিনি ওই স্কুল চালু রেখেছিলেন। স্কুলটি খুবই জনপ্রিয় ছিল। তবে গত নভেম্বর মাস থেকে স্কুলটি বন্ধ হয়ে যায়।

    স্থানীয় বাসিন্দারা গত ১১ ডিসেম্বর এম সি গার্ডেন রোডের সুপর্ণাদেবীর বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ পান। তাঁরা নাগেরবাজার থানায় বিষয়টি জানান। তখন নাগেরবাজার থানার পুলিস সুপর্ণাদেবীর দুই দিদিকে ডেকে এনে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি চালিয়েছিল। তবে তেমন কোনও দুর্গন্ধ না পাওয়ায় একটি বন্ধ ঘর না খুলে চলে যান সকলে। শনিবার সকালে সুপর্ণাদেবীর আধার কার্ড ও অন্যান্য নথির খোঁজে দুই দিদি বন্ধ ঘরটি খোলেন। বন্ধ ঘরে ঢুকে ঘরের মধ্যে তাঁরা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান। আর ডাঁই হয়ে পড়ে থাকা জামাকাপড়ের ভিতর থেকে দু’টি কালো পা বের হয়ে থাকতে দেখেন। খবর পেয়ে নাগেরবাজার থানার ঘুঘুডাঙা ফাড়ির পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।  তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হল, তা নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, তাহলে গত ১১ ডিসেম্বর পুলিস কী তল্লাশি চালাল? কেনই বা তারা অসম্পূর্ণ কাজ করে গেল? একটি ঘর খুললই না? বন্ধ ঘরে একজন মৃত অবস্থায় রয়ে গেলেন, কেউ টের পেলেন না! এদিকে, এটি স্বাভাবিক মৃত্যু না খুন, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরিষ্কার হবে বলে পুলিস জানিয়েছে।
  • Link to this news (বর্তমান)