• খুনের মামলায় কার বুদ্ধিতে আত্মসমর্পণ সিবিআই কোর্টে? ক্ষোভে ফুঁসছে কলকাতা পুলিসের নিচুতলা
    বর্তমান | ২০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুনের মামলাতে কার বুদ্ধিতে সিবিআই কোর্টে আত্মসমর্পণ করতে গেলেন কলকাতা পুলিসের ইনসপেক্টর রত্না সরকার ও শুভজিৎ সেনরা। শুক্রবারের পর শনিবারও দিনভর এই নিয়েই জোর চর্চা চলছে কলকাতা পুলিসের অন্দরে। সূত্রের খবর, লালবাজারের শীর্ষস্তরের এক কর্তার পরামর্শে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এই পুলিসকর্মীরা। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন কলকাতা পুলিসের নিচুতলার অফিসাররা। ক্ষোভের কারণ, আরজিকর থেকে নারকেলডাঙা, কেন বারবার বলি হতে হচ্ছে নিচুতলার অফিসারদের।  

    উল্লেখ্য, এর আগে আরজিকর ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হতে হয়েছিল তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। তখন কলকাতা পুলিসের অফিসারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই রেশ এখনও কাটেনি। তার মধ্যেই শুক্রবার ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় নারকেলডাঙাতে বিজেপিকর্মী অভিজিৎ সরকার খুনের মামলাতে কলকাতা পুলিসের ইনসপেক্টর রত্না সরকার, তৎকালীন নারকেলডাঙা থানার ওসি শুভজিৎ সেন এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

    এদিকে, কলকাতা পুলিসের অবসরপ্রাপ্ত আধিকারিকদের একাংশের মতে,  সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকা এই  পুলিসকর্মীদের উচিত ছিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া।
  • Link to this news (বর্তমান)