নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হিন্দমোটরে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলেন স্থানীয় বাসিন্দারা। হিন্দমোটর স্টেশনের কাছে একটি ল্যাম্পপোস্টে তাঁকে বেঁধে জুতো, ঝাঁটা দিয়ে মারধর করা হয়। পরে জুতোর মালা পরিয়ে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। শনিবার সকালে হুগলির হিন্দমোটর স্টেশনের টিকিট কাউন্টারে ওই ঘটনা ঘটেছে। উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, ওই যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট মহিলা রাত পর্যন্ত কোনও অভিযোগ করেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক তরুণী হিন্দমোটর স্টেশনের কাউন্টারে টিকিট নিতে এসেছিলেন। তখন ওই অভিযুক্ত যুবকও আসেন। অভিযোগ, প্রথম দিকে যুবকটি উত্যক্ত করছিলেন ওই তরুণীকে। পরে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।