নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার গভীর রাতে পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এমএন চ্যাটার্জি রোডে একটি পুরনো, বিপজ্জনক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে দেবকুমার শ্রীমানী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের স্ত্রী, সন্তান অন্য ঘরে থাকায় তাঁরা বেঁচে গিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটিতে শ্রীমানী পরিবারের বাড়িটি দীর্ঘদিনের পুরনো। বহুদিন ধরেই ভগ্নদশায় ছিল। বাড়িটি এতটাই বিপজ্জনক ছিল যে, দেবকুমারবাবুর বড় দুই দাদার একজন পরিবার নিয়ে পাশে একটি বাড়িতে থাকেন এবং অন্য এক দাদা পরিবার নিয়ে অন্যত্র থাকেন। তবে ওই বাড়িতেই পরিবার নিয়ে দোতলায় বসবাস করছিলেন দেবকুমারবাবু। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যান দেবকুমার। অন্য একটি ঘরে ছিলেন স্ত্রী, সন্তান। গভীর রাতে আচমকা বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। ইট, পাথরের নীচে চাপা পড়েন দেবকুমারবাবু। খড়দহ থানার পুলিস ও দমকল ঘটনাস্থলে পৌঁছে ইট পাথর সরিয়ে দেবকুমারকে উদ্ধার করে। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। নিজস্ব চিত্র