• ফোরশোর রোডে দুর্ঘটনা, জখম ১২
    বর্তমান | ২০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার রাতে হাওড়ার ফোরশোর রোডে একটি যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। ধর্মতলা থেকে দানেশ শেখ লেনগামী বাসটি রাত সাড়ে আটটা নাগাদ রামকৃষ্ণপুর ঘাট ক্রসিংয়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে একটি লাইটপোস্টে ধাক্কা দেয়। এতে জখম হন বাসের ১২ জন যাত্রী। আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসের চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নেয় পুলিস। জানা গিয়েছে, বাসটি ধর্মতলা থেকে ফোরশোর রোড ধরে দানেশ শেখ লেনের দিকে যাচ্ছিল। তাতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগন্যাল ভেঙে ডানদিকের ডিভাইডারে উঠে পড়ে একটি লাইট পোস্টে ধাক্কা দেয় সেটি। যাত্রীরা বাসের ভিতরেই ছিটকে পড়েন।
  • Link to this news (বর্তমান)