সংবাদদাতা, নবদ্বীপ: এবার সিআইডি নিজেদের হেফাজতে নিল বেআইনি অস্ত্র রাখায় অভিযুক্ত আব্বাস আলি শেখকে। ২০২১ সালের মায়াপুরে গৌরনগরে এক ঘি ব্যবসায়ী খুনের ঘটনায় আব্বাস যুক্ত ছিল বলে সিআইডি জানিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি রাতে মায়াপুরের গৌরনগরে ঘি ব্যবসায়ী রিপন দাসকে তাঁর অফিসে গুলি করে খুন করা হয়। ঘটনার এক বছর পর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সিআইডি এই খুনের মামলার তদন্তভার নেয়। গত ১৩ জুলাই আগ্নেযাস্ত্র সহ আব্বাসকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিস। আব্বাসের বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার গঙ্গাবাসে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ।