• আজ লক্ষ্মীকান্তপুর-নামখানা একজোড়া লোকাল বাতিল
    বর্তমান | ২০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। কয়েকশো লোকাল ট্রেন চলাচল করে। সে ধকল সইতে সইতে রেল ট্র্যাক দুর্বল হয়ে পড়েছে বলে অগ্রাধিকারের ভিত্তিতে মেরামতের কাজ হবে। লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনের লাইনে হবে এই কাজ। আগামী কাল, রবিবার এই কাজের জন্য এক জোড়া লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল বাতিল করা হয়েছে। ট্রেনগুলির নম্বর হল, ৩৪৯৩৫, ৩৪৯১৪। এই কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে এ কারণে আগাম দুঃখপ্রকাশ করেছে। গন্তব্যে পৌঁছতে এ দিন বিকল্প পরিবহণ বেছে নিতে আবেদন জানিয়েছে। 
  • Link to this news (বর্তমান)