নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একসঙ্গে প্রায় ২৫টি কুকুরকে বিষ খাইয়ে খুন করার অভিযোগে সরগরম হরিপাল থানার নালিকুল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পরিকল্পিতভাবে একদল পথ কুকুরকে বিষ মেশানো খাবার দেওয়া হয়। তার জেরে একসঙ্গে ২৫টি কুকুরের মৃত্যু হয়। পাঁচটিকে স্থানীয় পশুপ্রেমী সংগঠনের স্বেচ্ছাসেবীরা উদ্ধার করেছেন। জেলার পশুপ্রেমী সংগঠনের যৌথমঞ্চের কর্তা গৌতম সরকার বলেন, নালিকুল পূর্বপাড়ায় ওই ভয়াবহ হিংসার ঘটনা ঘটেছে। আমরা এনিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি। খুব পরিকল্পিতভাবে পথ কুকুরদের হত্যা করা হয়েছে। এমন ঘটনার নিন্দার ভাষা নেই।