• আসানসোলে জাতীয় সড়কে ধস, স্তব্ধ যান চলাচল
    এই সময় | ২০ জুলাই ২০২৫
  • আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে ধস। রবিবার সকালে আসানসোল উত্তর থানার গাড়ুই ব্রিজ সংলগ্ন এলাকার জাতীয় সড়কে একটি বিশাল গর্ত দেখা যায়। গর্তটি প্রায় ২০ ফুট গভীর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং জাতীয় সড়কের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা। আপাতত ধস কবলিত এলাকাটি কংক্রিটের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঘটনায় সাময়িক ভাবে থমকে যায় যান চলাচল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও, নিয়ন্ত্রিত ভাবে চলছে গাড়ি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে ধস নামলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। রাস্তা মেরামতির কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে কী কারণে জাতীয় সড়কের মাঝখানে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, রাস্তার নীচে থেকে মাটি সরে যাওয়ার ফলে ধস নেমে থাকতে পারে। খনি অঞ্চল হওয়ায় অন্ডাল, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ ও আসানসোলে ধসের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু জাতীয় সড়কে ধস নামায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    আসানসোল উত্তর থানার ট্র্যাফিক গার্ডের পুলিশ তাপস রায় বলেন, ‘ধসের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে দিয়েছে। আপাতত জাতীয় সড়কের একটি লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে।’

    জাতীয় সড়কের তরফে পেট্রোলিং স্টাফ রঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে দিয়েছি। উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে।’

  • Link to this news (এই সময়)