• সোমবার কি অতিরিক্ত ট্রেন, মেট্রো চলবে? উত্তর খুঁজল ‘এই সময় অনলাইন’
    এই সময় | ২০ জুলাই ২০২৫
  • আগামী বছর বিধানসভা ভোট। তার আগে এটাই শেষ ২১ জুলাই। সোমবার ধর্মতলায় মহাসমাবেশ তৃণমূল কংগ্রেসের। প্রত্যেক জেলা থেকে কর্মী, সমর্থকরা আসবেন। দলের সব থেকে বড় কর্মসূচিতে রেকর্ড সংখ্যক ভিড় নিয়ে আত্মবিশ্বাসী শাসকশিবির। স্বভাবতই অনেকের মনেই প্রশ্ন, এত বড় জমায়েত, তার জন্য গণপরিবহণে কি কোনও বিশেষ ব্যবস্থা থাকছে? যে হেতু জেলার ভিড়ের বড় অংশ ট্রেনে আসে, অনেকেই জানতে চান এ দিন কি রেল অতিরিক্ত ট্রেন চালাবে? একই প্রশ্ন মেট্রো নিয়েও।

    সূত্রের খবর, সোমবার বেশ কিছু শাখায় অতিরিক্ত ট্রেন চলবে। তবে তা ২১ জুলাইয়ের জন্য নয়। ২১ তারিখ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস যে হেতু শিবের মাস, বিভিন্ন শিবতীর্থে ভিড় থাকে। সেই ভিড়ের কথা মাথায় রেখে কোনও কোনও শাখায় অতিরিক্ত ট্রেন চলতে পারে। তবে তাতে ২১ জুলাইয়ের ভিড়ের বা বলা ভালো তৃণমূল কর্মী-সমর্থকদের বিশেষ কোনও সুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও রেলের দাবি, কিছুটা হলেও সুবিধা হবে যাত্রীদের।

    ‘এই সময় অনলাইন’-এর তরফে যোগাযোগ করা হয়েছিল পূর্ব রেলের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্তের সঙ্গে। তিনি জানান, ২১ জুলাই রাজনৈতিক কর্মসূচি। তাই এই নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। অন্য দিকে শ্রাবণ মাসের প্রথম সোমবার হওয়ায়, মানুষের ভিড় হতে পারে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে। সেখানে কড়া নজরদারি থাকবে আরপিএফের।

    একই সঙ্গে তিনি জানান, শ্রাবণ মাসে বেশ কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। ফলে, সাধারণ যাত্রী ও যাঁরা শ্রাবণ মাসে জল ঢালতে যাবেন, তাঁদের কোনও সমস্যা হওয়ার কথা নয়।

    অন্য দিকে কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যে সময়ে ধর্মতলামুখী যাত্রীদের ভিড় থাকার কথা, তা এমনিতেই অফিস টাইম। ফলে সেই সময়ে ৫ মিনিট অন্তর এমনই মেট্রো চলে। তবে পরিষেবা একেবারেই স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)