• পুত্রবধূকে অত্যাচারের অভিযোগ, দুর্গাপুরে TMC নেত্রীকে ঘিরে ধরল জনতা, তারপর...
    আজ তক | ২০ জুলাই ২০২৫
  • দুর্গাপুরের শ্যামপুর বাজার এলাকায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ। পুত্রবধূকে বাড়িতে আটকে রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল TMC নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, কাউকে কিছু বললে পুত্রবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত জনতা অভিযুক্ত তৃণমূল নেত্রীকে রাস্তায় টোটো থেকে নামিয়ে এনে ঘিরে ধরে। শুরু হয় বিক্ষোভ।

    কী অভিযোগ উঠেছে?
    স্থানীয় সূত্রে দাবি, তৃণমূলের ওই মহিলা নেত্রী তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে পুত্রবধূর উপর দিনের পর দিন অত্যাচার চালাতেন। পুত্রবধূ যাতে বিষয়টি অন্য কারও কাছে প্রকাশ না করেন, সে জন্য ভয় দেখানো হত।

    অভিযোগ, গোপনে তোলা ব্যক্তিগত মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হত পুত্রবধূকে। বলা হত, মুখ খুললে তাহলে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে ফেসবুক-হোয়াটসঅ্যাপে। এমনটাই দাবি করা হচ্ছে।

    এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়।

    জনতার ক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত
    শনিবার ওই মহিলা নেত্রী শ্যামপুর বাজারে টোটো করে যাচ্ছিলেন। সেখানেই উত্তেজিত জনতা টোটো থেকে তাঁকে টেনে নামিয়ে রাস্তায় ঘিরে ধরে। চলে বিক্ষোভ।

    পরে পুলিশ এসে অভিযুক্ত নেত্রীকে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু তাতে বাধা দেন স্থানীয়রা। তাঁরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

    শেষ পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

    পুলিশ কী বলছে?
    পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুত্রবধূর অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল নেত্রীর প্রভাব রয়েছে। তাঁর বিরুদ্ধেই এমন অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।সংবাদদাতা: অনিল গিরি
  • Link to this news (আজ তক)