কলকাতা: দুপুরের এক ঘণ্টার তুমুল বৃষ্টিতে শনিবার জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতার বিভিন্ন এলাকা। বড় রাস্তার পাশাপাশি তুলনামূলক ছোট রাস্তা এবং অলিগলিও জলে ডুবে যায়। ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। আজ, রবিবারও বৃষ্টি থেকে নিস্তার নেই শহরবাসীর। এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরে ৮৪.৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।
এদিকে পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ২টোর মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে চেতলা লকগেট পাম্পিং স্টেশন চত্বরে (৯১ মিমি)। এর মধ্যে ৮০ মিমি বৃষ্টিই হয়েছে ১টা থেকে ২টোর মধ্যে। এরপর রয়েছে কালীঘাট। সেখানে দু’ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮৭ মিমি। এর মধ্যে শেষ এক ঘণ্টাতেই হয়েছে ৭০ মিমি বৃষ্টিপাত । মোমিনপুর পাম্পিং স্টেশন চত্বরে এই দু’ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৮৩ মিমি। উত্তর কলকাতায় বৃষ্টিপাত তুলনামূলক কম হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ২টো—এই দু’ঘণ্টায় বেলগাছিয়ায় ৫৬ মিমি, মানিকতলায় ৫০ মিমি, দত্তবাগানে ৫৫ মিমি, উল্টোডাঙা পাম্পিং স্টেশন চত্বরে ৪৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।